পালিয়ে যাওয়া তিন মাদ্রাসা ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রকাশিত : ১৪:৪১, ৩১ মে ২০২৩
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/Meherpur-Madrasha-Students--2305310841.jpg)
মেহেরপুরের গাংনীতে প্রেমের টানে পালিয়ে যাওয়া তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুল হান্নান, রুমান আলী ও আলমগীর হোসেন। তাদের বাড়ি বিভিন্ন জেলায় হলে তারা ঢাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গত রোববার (২৮ মে) গাংনীর দেবীপুর গ্রামের বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় তিন ছাত্রী। মাদ্রাসায় না গিয়ে তারা উধাও হয়ে যায়।
পরে উধাও হওয়া তিন ছাত্রীর পরিবার গত সোমবার (২৯ মে) গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিন ছাত্রীকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করে।
উদ্ধার হওয়ার তিন ছাত্রীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং অপর দুজন সপ্তম শ্রেণির ছাত্রী।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
আরও পড়ুন