ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ফেনিতে লরি-পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ফেনি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৮, ১ জুন ২০২৩ | আপডেট: ০৯:৫৩, ১ জুন ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর কাজির দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার সোয়ারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপচালক আবু সাঈদ (২৯)। 

একই ঘটনায় দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২) আহত হয়েছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল ও ইয়াসমিন। পথে একটি মালবাহী লরি পেছনে ধাক্কা দেয় তাদের বহনকারী পিকআপটি। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রী ও পিকআপচালক সাঈদের। 

আহত দু’জনকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। আর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মৃতদেহগুলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি