ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

পিলার থেকে বিদ্যুতের তার ছিড়ে পড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ১ জুন ২০২৩ | আপডেট: ১৩:০৯, ১ জুন ২০২৩

কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গোলাপী আক্তার (৪০) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপী আক্তার ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ওই ইউনিয়নের কচুবাড়ি বোর্ড অফিস এলাকার সেলিম রেজা নামে একটি জুট মিলে কাজ করতেন গোলাপী আক্তার। মিলে রাতের ডিউটি শেষ করে সকালে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ধান ক্ষেত দিয়ে গোলাপী ও আয়শা আক্তার (৪৫) হেঁটে যাচ্ছিল।

এসময় হঠাৎ করে বিদ্যুতের পিলার থেকে তার ছিড়ে পড়ে গোলাপীর উপর। এতে বিদ্যুৎস্পৃষ্টে সঙ্গে সঙ্গে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। শরীরের বেশকিছু অংশ পুড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন তার সঙ্গে থাকা আয়শা আক্তার। 

পরবর্তিতে স্থানীয়রা আহত অবস্থায় আয়শাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করেছে এবং কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি