ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ মিনিটের জন্য থমকে দাঁড়াল রংপুর

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১ জুন ২০২৩

Ekushey Television Ltd.

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং চলতি বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে ৫ মিনিটের স্তব্ধকরণ কর্মসূচি পালন করেছেন রংপুরবাসী।

আজ বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে পাঁচ মিনিটের জন্য পুরো নগরী থমকে গিয়েছিল। নগরীর মেডিকেল মোর থেকে ২০ কিলোমিটার সড়কজুড়ে যান চলাচল বন্ধ ছিল। 

কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে পথচারীরা পাঁচ মিনিটের জন্য চলাচল বন্ধ করে দেন। এছাড়া নগরীর আশাপাশের জেলা-উপজেলার বাসিন্দারা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। 

সমাবেশে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় প্রয়োজন হলে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। 

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি