ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইভটিজিং করায় ২ কলেজছাত্র গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ১ জুন ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করাসহ তার গলা থেকে ওড়না কেড়ে নিয়ে ভিডিও করায় আব্দল্লাহ ও সিয়াম হোসেন নামে দুই কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে মোবাইলে ভিডিও ধারণ করার কিশোরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

গ্রেফতারকৃত আব্দুল্লাহ শহরের হাফরাস্তা মহল্লার আলীম শেখের ছেলে ও এন এস কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচাবাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসি পাস করা ছাত্র।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের মীরপাড়া এলাকার ৯ম শ্রেণীর এক ছাত্রী আলাইপুর ফৌজদারী পাড়া দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ফৌজদারীপাড়া পুকুর পাড় এলাকায় কয়েকজন কিশোর তার পথরোধ করে। এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির ওড়না খুলে নেয় এবং মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি করে। 

বখাটেরা সেই দৃশ্য মোবাইলে ধারণ করে। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। 

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। 

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে বুধবার রাতেই ঘটনার মূল হোতা আব্দুল্লাহ ও সিয়ামকে গ্রেফতার করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি