ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশান ডে’ পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২ জুন ২০২৩

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ‘হিট অ্যাকশান ডে’ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্তরে লিফলেট বিতরণ, বোতলজাত পানি বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথ নাটক প্রদর্শন করা হয়। 

এসময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার, ইউনিট অফিসার তাসলিমা খাতুন এবং যুবপ্রধান শাহিন হোসেনসহ আজীবন সদস্যবৃন্দ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, তীব্র রোদ থেকে দূরে থাকুন, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। সেই সঙ্গে এক বা একাধিকবার গোসল করুন। তীব্র রোদে ছাতা ব্যবহার, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি