ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লেকে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড়া এলাকায় লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মোরসালিন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর রাত পৌনে একটায় লেকে তল্লাসী চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সে শহরের পশ্চিম দেওভোগ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও রায়হান কসাইয়ের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে প্রতিবেশী দুই বন্ধুর সঙ্গে খেলতে বের হয় মোরসালিন। এরপর জল্লারপার লেকে গিয়ে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। গোসল শেষে দুই বন্ধু উঠে গেলেও থেকে যায় মোরসালিন। 

রাতে কাজ শেষে বাবা বাড়িতে ফিরে তাকে না পেয়ে আশপাশে সন্ধান করে। পরে জানতে পারে লেকে গোসলে গিয়ে নিখোঁজ হওয়ার কথা। 

লেকে ছুটে গিয়ে ছেলেকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে ওই রাতেই লেকে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি