ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কালকিনিতে ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ৩ জুন ২০২৩

"রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা,রক্ত দিয়ে বাঁচাবো মানবতা”এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩ জুন) সকালে কালকিনি উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।

পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জণগনের কল্যানে সবসময় পাশে থাকার আশা প্রকাশ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে সেরা সেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

এমএম//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি