ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

খাদ্য-চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমার গেল নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২২, ৩ জুন ২০২৩ | আপডেট: ২০:১১, ৩ জুন ২০২৩

ঘূর্ণিঝড় ‘মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’। 

শনিবার সকালে চট্টগ্রামের নৌঘাঁটি থেকে ১০৮ মেট্রিক টন পরিমাণ ৭ হাজার ৫০০ প্যাকেট শুকনা খাদ্য, সাড়ে চার মেট্রিক টন ঔষধ সামগ্রী এবং সাড়ে সাত মেট্রিক টন পরিমাণ ১৬০টি তাঁবু নিয়ে জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। 

জাহাজটি আগামীকাল মিয়ানমারের ইয়াংগুন বন্দরে পৌছানোর কথা রয়েছে। 

দেশটিতে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মিজানুর রহমান মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করবেন। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে মিয়ানমারে। এছাড়া বহু সংখ্যক আহত এবং দেশজুড়ে ৮৬০টির বেশি বাড়িঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি