ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৪ জুন ২০২৩ | আপডেট: ০৯:৩৯, ৪ জুন ২০২৩

হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাসের সঙ্গে হবিগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
 
প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি