ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাঠালিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) দুপুরে আমুয়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা ডোবা থেকে শিশুদুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমুয়া বন্দরের শাহাবুদ্দিনের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুনের মেয়ে হালিমা আক্তার (৫) দুপুরে বাড়ির পিছনের ডোবায় পরে তলিয়ে যায়। স্বজনরা তাদের না দেখতে পেয়ে সন্দেহ জনকভাবে ডোবায় খুজতে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যায়। 

এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি