ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে মাইশা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর মরা নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়। মাইশা খাতুন আকুবপুর গ্রামের বকুল হোসেনের মেয়ে ও স্থানীয় ব্রাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

মাইশার চাচা মিন্টু মিয়া বলেন, গতকাল মাইশা খাতুন তার মায়ের সঙ্গে মোহাম্মদপুর গ্রামের খালু সেন্টু রহমানের বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুরের দিকে বাড়ির পার্শ্বে মোহাম্মদপুর মরা নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যায়। তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি