ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের টানে ভারতীয় তরুণী বিয়ে করলেন উল্লাপাড়ার তরুণকে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৭, ৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

প্রেমের টানে জন্মদেশ থেকে নাইসা মল্লিক (২৬) নামের এক ভারতীয় তরুণী এসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বালশাবাড়ির তরুণ জুয়েল (২৪)’র সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুবাদে দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ভালোবাসার সুবাদেই গত এক সপ্তাহ আগে ওই প্রেমিকা নাইসা মল্লিক এসে উঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের বাড়িতে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক শরিয়া মতে কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ইরান সরকারের ছেলে জুয়েল (২৪) সরকারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নাইসা মল্লিক। 

বিদেশী ওই প্রেমিকাকে এক নজর দেখতে স্থানীয় জনগণ ভীড় জমাচ্ছেন প্রেমিক জুয়েলের বাড়িতে। 

নাইসা মল্লিক জানান, তার বাবার নাম খয়রুল আলম মল্লিক। তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশ নগর থানার  ধারসা ছোট মল্লিকপাড়া। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও স্বামীর সাথে অনেক আনন্দে আছেন বলে জানান তিনি। 

তিনি জানান, তাদের এই প্রেমের কথা পরিবারকে জানালে তারা অস্বীকার করেন। পরে তিনি পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নেন। তারপর তিনি পাসপোর্ট এবং ভিসার  মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন বলে জানান নাইসা। 

জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।

এ বিষয়ে ছেলের বাবা ইরান সরকার জানান, ভারতীয় এই মেয়ের সঙ্গে আমার ছেলে জুয়েল ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সেই মেয়ে সম্পর্কের টানে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে ও মেয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি