ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে আগুনে ১০টি দোকান ভষ্মিভূত, ৩ ফায়ার ফাইটার আহত

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৫, ৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

বাগেরহাটের রামপালে অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে।

রোববার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে রামপাল উপজেলার গোনাই বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

আহতরা হলেন রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫), আব্দুল কাদের জনি (২৪)। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি ও চায়ের দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক উত্তম বৈরাগী বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নি:শ্ব হয়ে পড়েছে। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের সহায়তার দাবি জানান তিনি।

অন্যদিকে, একই উপজেলার প্রসাদনগর গ্রামে একটি পোল্টি খামারে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাগেরহাটের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি