ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলডাঙ্গায় গৃহবধূর অভিযোগে যুবক আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে (২১) যৌন নিপিড়নের অভিযোগে মোঃ নিশান প্রামানিক (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। 

রোববার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়। এর আগে সাড়ে ১০টার দিকে আটক নিশান প্রামানিক ওই গৃহবধূকে যৌন নিপিড়নের চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়। 

আটক নিশান প্রামানিক উপজেলার ব্রহ্মপুর পুর্বপাড়া এলাকার মোঃ রহিদুল ইসলামের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ তার বাবার বাড়ি পুর্ব সোনাপাতিল গ্রাম থেকে পশ্চিম সোনাপাতিল গ্রামে মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মান্নান চৌকিদারের বাড়ির সামনে পৌঁছালে নিশান নামে ওই যুবক মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করেন এবং ওই গৃহবধূকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে নিশান যৌন নিপিড়নের চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ চিৎকার দিলে নিশান পালিয়ে যায়। 

পরে রাতেই ওই গৃহবধূ বাদি হয়ে নিশান প্রামানিককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। 

সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি