ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফেনীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৯, ৬ জুন ২০২৩

ফেনীর সোনাগাজীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি যৌথ সমন্বয়ে কাজ করছে।

সোমবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামে নিহতদের নিজ বসত ঘরে এই ঘটনা ঘটে। 
১৩ মাস বয়সী শিশু ইফরান হোসেন আরাফাতকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। 

নিহতরা হলেন আমিরাবাদ ইউনিয়নের নুর আলম সোহেলের স্ত্রী বিবি হাজেরা খাতুন মনি (২৭) এবং তার বড় ছেলে ইমরান হোসেন ইয়ামিন (৬)। এছাড়া আহত অবস্থায় ১৩ মাস বয়সী শিশু ইফরান হোসেন আরাফাতকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত মনির মা জানান, স্বামী আমিরাবাদ ইউনিয়নে নুর আলম সোহেল (৩৫) পেশায় একজন অটোরিক্সা চালক। কয়েক দিন আগে জমি ক্রয়ের জন্য স্ত্রীকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে তাদের মধ্যে কলোহ চলে আসছিল। এ ঘটনার রহস্য উদঘাটন করে শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, নিহত মনির শরীরে ছুরির আঘাত ছিল, গলায় রক্তাক্ত দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া  নিহত আরাফাতকে মৃত শক্ত শরীরে অবস্থায় বিছানায় পাওয়া গেছে। আসল ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি করছেন তারা।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহদত হোসেন জানান, এটি রহস্যজনক ঘটনা, কাউকে এখনও আটক করা হয়নি। দ্রুত আসল ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি