ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বান্দরবানে গুলিতে নিহত সেনাসদস্যের পরিবারকে ভবন প্রদান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ৬ জুন ২০২৩

বান্দরবানের বাথিপাড়া এলাকায় অভিযানে জেএসএস পন্থী সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের পরিবারের কাছে একটি ভবন হস্তান্তর  করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর উপ‌জেলার টাউন বহালগাছিয়া ১নং ওয়া‌র্ডে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মিত “সেনা নিকেতন” নামের ভবনটি হস্তান্তর করা হয়।

সেনাপ্রধানের পক্ষে নিহতের পরিবারের সদস্যদের কাছে ভবন হস্তান্তর করেন শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম ‌মোল্লা (আর‌সি‌ডিএস, এন‌ডি‌সি, পিএস‌সি)। 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম উপস্থিত  ছিলেন।

চার তলা ভিত্তির উপর নির্মিত ভবনটির এক তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে প্রদত্ত ভবনটি তার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণে সহায়ক হবে বলে জানিয়েছে সেনাবাহিনীর।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি