ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ৭ জুন ২০২৩

Ekushey Television Ltd.



নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রাদ ইসলাম (১০) নেমে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ জুন) বেলা ১২টার টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত রাদ ইসলাম রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোমিনুল ইসলামের ছেলে এবং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় রাদ ইসলাম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি