ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মায়ের লাশ গ্রহণে ছেলের অনীহা, ওসির অনুদানে দাফন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ৭ জুন ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুর কালকিনি বাঁশগাড়িতে গর্ভধারণী মায়ের লাশ গ্রহণে অনীহা প্রকাশ করেন জন্মদাতা ছেলে। পরে কালকিনির ওসি মোঃ শামীম হোসেনের মানবিক সহায়তায় বৃদ্ধার লাশ তার নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করা হয়।

পুলিশের তথ্য মতে, অসহায় বৃদ্ধা সূর্যবান বিবি (৬৭) শরীয়তপুরের জাজিরায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। অবস্থা অবনিত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূর্যবান বিবির দুর্ঘটনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার একমাত্র ছেলে সেহবাফ হাওলাদারকে জানানো হয়। খবর জানার পরেও মায়ের খোঁজখবর নেয়নি। 

স্থানীয় থানা থেকে ছেলেকে মায়ের মৃত্যুর খবর দেয়া হলেও মায়ের লাশ গ্রহণ করতে পারবেনা বলে জানান তিনি।

এমতাবস্থায় মৃত সূর্যবান বিবির লাশ ঢাকা মেডিকেল থেকে নিজ অর্থায়নে পরিবহন খরচ দিয়ে বাঁশগাড়ি নিজ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি