ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৭ জুন ২০২৩

Ekushey Television Ltd.

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেলজয়ী প্রথম বাংলাদেশী ড. মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করে বিচারে দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ। এসময় ড. মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বুধবার সকালে উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সভা ও  ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বক্তব্যে আবদুল কাদের মির্জা ড. ইউনূসকে ‘মার্কিন দালাল’ ও সুদে নোবেল পেয়েছেন উল্লেখ করে তাকে নিয়ে ভৎসনা করেন ও আমেরিকার ভিসা নীতির কঠোর সমালোচনা করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর সহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি