ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

সরাইলে ড্রেন থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ৭ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের শ্মশান এলাকার রাস্তার পশ্চিম পাশের ফসলি জমির মাটির ড্রেন থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন সরাইল থানার পুলিশ। 

নিহত মৎস্য ব্যবসায়ী অহিদ মিয়া (৫৭) চুন্টা ইউনিয়নের বড়বল্লা গ্রামের মৃত লুফা মিয়ার ছেলে। 
বুধবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন। 

সরাইল থানার ওসি মোঃ আসলাম হোসেন বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নাই। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবতী ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি