ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ভারতে আড়াই বছর কারাভোগের পর ৫ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৭ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। 

দেশে ফেরত আসারা হলেন ঝিনাইদহ জেলার কালীগজ্ঞ থানার আতাডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে আক্তার হোসেন (৭৩), ফেনী জেলার দাগনভূইয়া থানার নূর নবীর ছেলে মুজিবুল হক (৩২), মাদারীপুর জেলার কালকিনি থানার ইউসুফ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (৩৩), যশোরের কেশবপুর থানার চালতেবাড়িয়া গ্রামের মোঃ আব্দুলের ছেলে মোঃ হাসান (৩৫) ও ফরিদপুরের বোয়ালমারী থানার মতিয়ারর রহমানের ছেলে অহিদুল শেখ (৩৪)।

ওসি আহসান হাবীব জানান, দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ-পথে ভারতের বিহার শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। 

সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। 

পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আড়াই বছর পর তাদের দেশে ফিরিয়ে আনা হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি