ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

গুড়ি গুড়ি বৃষ্টি হলেও মোংলার জনজীবনে আসেনি স্বস্তি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০১, ৮ জুন ২০২৩

ভোর থেকে আকাশ মেঘে ঢাকা, সেইসঙ্গে গুড়ি গুড়ি গুড়ি বৃষ্টি হলেও মোংলাসহ উপকূলে কমেনি গরম। বরং মেঘলা আকাশে অসহ্য ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের অস্বস্তিতে থেকে রেহাই পাচ্ছেনা জনসাধারণ। 

বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু বাতাস না থাকায় গুমোট গরম আরও যেন বেড়েছে। 

পৌর শহরের রিজেকশনগলির দিনমজুর আমির হোসেন, বাগেরহাট জেটির ইট-বালুর শ্রমিক আনসার উদ্দিন ও মামার ঘাটের ঘাট শ্রমিক মোঃ সোলেমান ও মোঃ খলিল বলেন, ভোর থেকে আকাশ মেঘলা, গুড়ি বৃষ্টিও হচ্ছে কিন্ত গরম কমছেনা। গুমোট ও ভ্যাপসা গরমে ঘামে শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। ঝুম বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবেনা বলেও শংকা তাদের। 

বুধবার বিকালে মোংলা সমুদ্র বন্দরে আবহাওয়া অফিসের জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। তবে সতর্ক সংকেত আরও বাড়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: হাফিজুর রহমান বলেন, মোংলাসহ উপকূলীয় এলাকায় আপতত যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় এ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তাতে আস্তে আস্তে গরম কমে আসবে বলে জানান তিনি। 

এদিকে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অফিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি