ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেনাপোল বন্দরের ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ৮ জুন ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানার বন্দর এলাকার ছোটআঁচড়া মোড়ে একটি ট্রান্সপোর্ট অফিসে রহস্যজনক শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অফিসে আগুন লেগে দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে। উড়ে গেছে দোকানের শাটার। ভবনের দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি ভবন। 

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আলিফ ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয় এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের সরজ্ঞামাদি জব্দ করেছে।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি, আলিফ ট্রান্সপোর্ট অফিসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দোকানটির মালিক হাবিবুর রহমান হবি সরদার জানান, লিটন নামের এক ব্যক্তি দোকান ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসার পাশাপাশি কর্কশিট বেচাকেনা করতেন।

ফায়ার সার্ভিসের বেনাপোল অফিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অফিসের শার্টার ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ট্রান্সপোর্ট অফিসের মালিক লিটন হোসেন ওরফে শোলা লিটন। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। ককটেল অফিসের মধ্যে ছিল না বাইরে থেকে মারা হয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। 

তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লিটনকে গ্রেপ্তার করতে পারলে ককটেল বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি