ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ৮ জুন ২০২৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন জান্নাত বেগম (৪৫) নামের এক নারী। এসময় তার ব্যবহৃত ছাতাটি পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত বেগম ওই গ্রামের আবুল কালামের স্ত্রী। চার মেয়ে ও এক ছেলের জননী তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে ৪-৫টি গরু নিয়ে পার্শ্ববর্তী মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসেন জান্নাত বেগম। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা গরু আনতে বাড়ি থেকে একটি ছাতা নিয়ে বের হয়ে যান জান্নাত বেগম। মাঠ থেকে গরুগুলো নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

চরজব্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে জান্নাত বেগমের মাথার ওপর থাকা ছাতাটির পুড়ে যায়। মাথাসহ তার শরীরের উপরের অংশ পুড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি