ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

৭টি বিভাগে যুবলীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৮ জুন ২০২৩

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগের বিভাগীয় শান্তি সমাবেশ সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

৮ জুন থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায়, চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। 

এছাড়া আগামী ১৫ থেকে ১৮ জুন রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায়, (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোর জেলা ব্যতীত) বগুড়াতে অনুষ্ঠিতব্য রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। 

আগামী ২০ থেকে ২৩ জুন বরিশাল বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায়, বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 

আগামী ৫ থেকে ৮ জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায়, সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 

আগামী ১২ থেকে ১৬ জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায়, খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ থেকে ২০ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায়, ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি