ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌকা প্রতীক পেলেন ভান্ডারিয়ায় খশরু, মঠবাড়িয়ায় আফজাল

ভান্ডারিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১০:৪২, ১০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার (৯ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

এতে পিরোজপুর জেলায় ভান্ডারিয়া পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার এবং মঠবাড়িয়ায় নৌকা প্রতীক পেয়েছেন পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন।

উল্লেখ্য, গত ৩১ মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএম-এ এই দুই উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি