ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশী চালাচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় গোসলে নামার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 

নিখোঁজ কলেজছাত্ররা হলেন নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি’র প্রথম বর্ষের ছাত্র।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে আমরা খবর পাই। এরপর দ্রুত গিয়ে নদীতে তল্লাশী শুরু করা হয়। বেলা ২টা পর্যন্ত তল্লাশী করেও তাদের সন্দান পাওয়া যায়নি। 

সাঁতার না জানান কারণে তারা পানিতে ঢুবে যেতে পারে বলে ধারণা করছেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়। ১২টার দিকে আমরা খবর পাই, তারা পানিতে ঢুবে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি