ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৪, ১১ জুন ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি আরোহী আরও ৩ জন।    

রোববার (১১ জুন) সকাল ছয়টায় ফুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও আহত চালক জানায়, সকাল ছয়টার দিকে কালিয়াকৈর-মাওনা সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় কালিয়াকৈরগামী সিএনজির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই সিএনজি গাড়ির ২ আরোহী নিহত হয় । 

নিহতরা হলেন সজীব ও শাহীন। এ সময় আহত হয় সিএনজি আরোহী আকলিমা, তুহিন ইসলাম ও সিএনজি চালক আলম । এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি