ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নাটোরে ট্রেনের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ১১ জুন ২০২৩ | আপডেট: ১৫:৫৬, ১১ জুন ২০২৩

নাটোরের বাগাতিপাড়ায় রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটায় লোকামানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত তছলিমের ছেলে মফিজুর রহমান (৬০) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৫০)।

লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন দোডাঙ্গি রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। নিহতরা মাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেল যোগে জামনগর যাচ্ছিলেন। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি সফিউল আযম খান ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুর আড়াইটার দিকে মফিজুর রহমান শ্বশুরালয় মাড়িয়া গ্রাম থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে ফিরছিলেন। 

পথে লোকমানপুর রেলস্টেশন এলাকার অদূরে দোডাঙ্গি রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পরে দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি