ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১১ জুন ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার সদর উপজেলায় সাপের কামড়ে নূরবানু (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরবানু জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী।

ওই নারীর স্বজনেরা জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে বাইরে শৌচাগারে যান তিনি। সেখানে বিষধর একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। 

তাৎক্ষণিকভাবে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টায় হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে নূরবানুকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই নারী মারা গেছেন। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি