ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার কুমারখালিতে মামুনুর রশীদকে আজীবন সম্মাননা প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১১ জুন ২০২৩ | আপডেট: ১৯:৪৮, ১১ জুন ২০২৩

Ekushey Television Ltd.

গত শুক্রবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে " কালচারাল হেরিটেজ জোন - কুষ্টিয়ার কুমারখালি " শীর্ষক আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট অভি চৌধুরীকে আগামী পাঁচ বছরের জন্য অ্যাম্বাসেডর ঘোষণা করা হয় ও নাট্যকার মামুনুর রশিদকে আজীবন সন্মানা প্রদান করা হয়।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক  আব্দুর রশিদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. মো. শাহজাহান আলী বলেন কুষ্টিয়ার কুমারখালিকে কালচারাল  হেরিটেজ জোন ঘোষণার যে উদ্যোগ নেয়া হয়েছে তা সত্যিই  সময়োপযোগী ও প্রশংসার দাবীদার। একই সাথে এ কাজকে উৎসাহীত করার জন্য অভি চৌধুরীকে আগামী পাঁচ বছরের জন্য কুমারখালি হেরিটেজ জোনের অ্যাম্বাসেডর ঘোষণা করেন। উদ্বোধনী  বক্তব্যে একুশে পদক প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ বলেন  " বর্হিবিশ্বে শিল্পানুরাগীদের যেভাবে মুল্যায়ন হয়  আমাদের সেই চর্চাটা কম।বাংলাদেশের শিল্পমাধ্যম অনেক উজ্জ্বল আর তার রয়েছে গৌরবময় ইতিহাস।আমার বিশ্বাস শিল্পীরা মূল্যায়িত হলে সমাজের পরতে পরতে গোলাপ ফুটবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক 

ডা. উজ্জ্বল কুমার রায়ের পরিচালনায়   আলোচনায় অংশ নেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অরবিন্দ সাহা, ড. সরোয়ার মুর্শেদ রতন, ড. বাকি বিল্লাহ বিকুল,ড. এমদাদ হাসনায়েন,ড. নবারুন,  শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাংবাদিক দুলাল খান,এস এস রুসদী,এ্যাড. এম আর পলল,আমিরুল ইসলাম ট্রপি,নুরুন নাহার সীমা। 
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক ও বিসিআরএর সভাপতি অভি চৌধুরী। 


আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা নাট্যকার মামুনুর রশিদকে আজীবন সন্মাননা ও স্ব স্ব ক্ষেএে অবদান রাখায় পঁচিশ জনকে  সম্মাননা ক্রেস্ট ও উওরীও প্রদান করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি