ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে অটোচালক হত্যার ১২ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ১২ জুন ২০২৩

লাশ উদ্ধারের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে আবাসিক হোটেলে চাঞ্চল্যকর অটোবাইক চালক আব্দুর রহমান হত্যা মামলার আসামি পল্লব কুমার বিশ্বাস ও রাজু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরের দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোপালপুর ও কানারাইল গ্রাম থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। 

আসামি বিপ্লব কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে ও রাজু শেখ একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে। 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবির সদস্যরা সোমবার ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালান। এ সময় বিপ্লব কুমার বিশ্বাসকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী শ্বশুর বাড়ি কানারাইল গ্রাম থেকে রাজু শেখকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের সময় সেখান থেকে নিহত আব্দুর রহমানের অটোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। 

অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে মূলত আব্দুর রহমানকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ । 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের মোবাইল ট্রাকিং করে লাশ উদ্ধারের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে পুলিশ আব্দুর রহমান হত্যার সঙ্গে জড়িত দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে নিহতের অটো এবং মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। 

হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের খুব দ্রুত আটক করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা। 

প্রসঙ্গত রোববার সন্ধায় (১১ মে) মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকায় এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে অটোচালক আব্দুর রহমান (৫২)র হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি