ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১২ জুন ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন ।

আজ সোমবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত জসিম মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়োয়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকে ছিলেন।

হাইওয়ে পুলিশ তামাবিলের ইনচার্জ আবুল কাশেমের সঙ্গে দুপুর সোয়া ১২টার দিকে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত তিন জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, সিলেটগামী একটি ট্রাক মহাসড়কের কুরুয়াবাজারে চাকা পরিবর্তন করছিল। তখন সিলেটগামী আরেকটি ট্রাক এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে মেরামতরত ট্রাকের চালক, চালকের সহকারীসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওসমানীনগর স্টেশনের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি