ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রামগড় স্থলবন্দর দিয়ে পণ্য যাবে ভারতের ৭ রাজ্যে (ভিডিও)

একরামুল হক, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ১৩:৫০, ১৩ জুন ২০২৩

প্রশস্ত হচ্ছে খাগড়াছড়ির রামগড় থেকে চট্টগ্রামের বারৈয়ারহাট সড়ক। যাতায়াত সহজ হয়ে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন চট্টগ্রাম-নোয়াখালী অঞ্চলের মানুষ। চালুর অপেক্ষায় থাকা রামগড় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য প্রসারে আশাবাদী বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। 

বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম সীমান্তে শিগগিরই চালু হচ্ছে রামগড় স্থলবন্দর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থলবন্দরটি হয়ে ট্রান্সশিপমেন্টের পণ্য যাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে। রামগড় থেকে বারৈয়াহাট পর্যন্ত বিদ্যমান ৩৮ কিলোমিটার সড়কটি দিয়ে সেসব পণ্য সীমিত আকারে এখনই পরিবহন সম্ভব। আর প্রশস্ত হলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি-রপ্তানি হবে মাত্র তিন ঘণ্টায়। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, “বর্তমানে যে সড়ক আছে এই স্ফীতি মহাসড়কের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ভারতে এবং ভারতীয় পণ্য ও যাত্রীরা আসা-যাওয়া খুব সহজেই করতে পারবেন।”

সম্প্রতি এক হাজার ১০৭ কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

দুই বছরে কাজ শেষ হলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটাবে রামগড় স্থলবন্দর। 

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, “এই সড়কের মাধ্যমে এই এলাকায় বিশাল অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।”

কম খরচে ও স্বল্প সময়ে আগরতলা হয়ে ভারতের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন রোগী ও পর্যটকরা।

চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, “এই সড়ক দিয়ে সাশ্রয়ীভাবে ভারতের আগরতলায় পৌঁছতে পারবো এবং আগরতলা দিয়ে অনেক কম ভাড়ায় বিভিন্ন ডেস্টিনেশনে পৌঁছতে পারবো।”

মানুষের জীবন-মানের উন্নতিসহ অর্থনৈতিক সমৃদ্ধি আসবে খাগড়াছড়ি ও ফটিকছড়িতেও। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি