ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:১৮, ১৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ী-কু‌ষ্টিয়াসহ ৪ অঞ্চ‌লের এসএস‌সি ও এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য  ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থীকে রাজবাড়ী‌তে সংবর্ধনা দেওয়‌া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে সিএসএস-এমএফ‌পি’র আয়োজ‌নে সদর উপ‌জেলা প‌রিষদ মিলন‌ায়ত‌নে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় রাজবাড়ী, কু‌ষ্টিয়‌া, ফ‌রিদপুর ও ঝিনাইদাহ অঞ্চ‌লের এসএস‌সি ও এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা, নগদ অর্থ ও সনদপ‌ত্র প্রদান ক‌রা হয়।

সংবর্ধনা অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন রাজবাড়ী জো‌নের জোনাল ম‌্যানেজার গৌর চন্দ্র পাল। এতে প্রধান অতিথি হিসা‌বে রাজবাড়ী সদর উপজেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মা‌র্জিয়া সুলতানা সহ সিএসএস-এমএফ‌পি'র কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা তা‌দের অভিমত প্রকাশ ক‌রেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি