ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ জুন ২০২৩

গাজীপুরের জিরানী বাজার এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তেজিত শ্রমিকরা। এ ঘটনায় চন্দ্রা-নবীনগর সড়ক প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম।

নিহত পোশাক শ্রমিক আলপনা খাতুন হামীম গ্রুপের একটি কারখানায় কাজ করতেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক জিরানী এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলপনা নিহত হন। 

তার নিহতের খবর কারখানায় পৌঁছলে সহকর্মী শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেট্রো পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি