ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে অ্যাকশন এইড`র সহযোগিতায় হাসপাতালে নারীবান্ধব পরিবেশ বিষয়ক সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৪ জুন ২০২৩ | আপডেট: ১৬:২৪, ১৪ জুন ২০২৩

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও নারীবান্ধব পরিবেশ বিষয়ক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। 

অ্যাকশনএইড এর সহযোগিতায় সামাজিক সংগঠন সার্ভিস ফর হিউম্যান অর্গানাইজেশন (এসএইচবিও) এ আয়োজন করেছে।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

এসএইচবিও এর সভাপতি ফাহিদা সুলতানা’র সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন, সামাজিক সংগঠন আমরা গোলাপ এর সভাপতি মুনিম ফয়সাল।

এসএইচবিও এর স্বেচ্ছাসেবকরা জানান, গত ২৩ মে তাদের সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন করে। সেখানে স্বাস্থ্যসেবার মান ও নারীবান্ধব পরিবেশ নিয়ে দিনব্যাপী সোশ্যাল সার্ভে পরিচালনা করেন তারা। ওই সার্ভের উপর ভিত্তি করে বুধবার একটি পরামর্শ সভার আয়োজন করে তারা। সভা থেকে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও নারী বান্ধব পরিবেশ তৈরিতে যৌথ কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়। আগামী দিনে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে তরুণদের অন্তর্ভুক্তি সহ সেবা প্রত্যাশীদের সচেতন করতেও স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি