ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাজাভোগ শেষে দেশে এলো ৬ বাংলাদেশি যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০১, ১৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

তিন থেকে সাত বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি যুবক। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছেন। 

বুধবার (১৪ জুন) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা যুবকরা হলেন  আল আমিন (২২), কালাম হোসেন (২৫), বাদশা (২১), মাহমুদুল হাসান (২৬), আবুল খায়ের (২৪) ও আরিফুল ইসলাম (২৫)। এরা সকলের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার  খয়েরতলা গ্রামে। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ৬ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তারা নিজ উদ্যোগে বাড়ি ফিরে যাবেন।

জাস্টিক অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া জানান, ফেরত আসা যুবকরা ভালো কাজের আশায় ভারতের চেন্নাই গিয়েছিল। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের তিন থেকে সাত বছরের সাজা দেন। 

সাজার মেয়াদ শেষে ত্রিজি নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। বুধবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের বাড়িতে যাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি