ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ১৫ জুন ২০২৩ | আপডেট: ১৫:১৪, ১৫ জুন ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু (৫০), সদর উপজেলার ফজল খাঁন রোড এলাকার রিপন শেখের স্ত্রী ডলি আক্তার (২৫) ও তার ছেলে ৭ মাস বয়সী শিশু নিহাল শেখ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া পর অপর দুই জন মারা যান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি