ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ১৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত একাত্তর টিভি ও বাংলানিউজের সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম মারা গেছেন।

স্থানীয় এলাকাবাসী ও নাদিমের সহকর্মীরা জানিয়েছেন, পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পাটহাটি এলাকায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নাদিমের ওপর হামলা চালায়। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিক নাদিমের পরিবার। 

এসবি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি