ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বগুড়ায় গাড়িচাপায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫২, ১৫ জুন ২০২৩

বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও চারজন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার হামছায়াপুরে তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী। আহতরা হলেন: তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) এবং একজনের নাম জানা যায়নি।

জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে মডেল মসজিদের সামনে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারী মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামে আরেকজনের মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি