ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১৬ জুন ২০২৩

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় আজ শুক্রবার বজ্রপাতে সেলিম মিয়া (৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামের হাজী সুন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে বক্তারপুর হাওরে গিয়েছিলেন সেলিম মিয়া। ওই সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন সেলিম মিয়া।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন সহায়তা হিসাবে বিশহাজার টাকা প্রদান করা হবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি