ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর গোটা পরিবারই ক্রীড়ানুরাগী: এমপি গোলাপ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ১৭ জুন ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা পরিবারই ক্রীড়ানুরাগী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ।

শনিবার (১৭ জুন) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ড.আবদুস সোবহান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন করেছেন। উপজেলা পর্যায়ে এ ধরনের খেলার মধ্য দিয়ে আজ দেশে ভাল ভাল খেলোয়ার তৈরি হচ্ছে। এর ফলে বিশ্বের ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”

তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চমবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবানও জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপ।

ফাইনাল খেলায় নবগঠিত ডাসার উপজেলার কাজীবাকাই ও গোপালপুর ইউনিয়ন অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বাশার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি