ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সোনাইমুড়ীতে বাস চাপায় নিহত ১, বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ১৭ জুন ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারা গেছেন সিএনজি চালক মানিক (৩৫)। ঘটনায় উত্তেজিত জনতা বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে চাটখিল-সোনাইমুড়ী সড়কের বারকোট পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের হানুবিশ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্যে জননী প্লাস নামের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি বারকোট পোলের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে রামগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি সিএনজিকে সামনে থেকে চাপা দিয়ে অনেক পথ নিয়ে যায়। এতে সিএনজিটি ধুমড়েমুছড়ে গিয়ে সিএনজিতে থাকা চালক মানিক ঘটনাস্থলে নিহত হয়। তবে সিএনজিতে আর কোন যাত্রী না থাকায় কোন আহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়িটি আটকায়। তবে ঘটনার পরপর বাসে থাকা চালক ও সহকারি পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা বাস থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা চাটখিল-সোনাইমুড়ী সড়কের ওইস্থানে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে রাখে। দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করে অবরোধকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি