ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় মাটির দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:২১, ১৭ জুন ২০২৩

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল ধসে আরেফা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে পাহাড়ের উপরে তাদের একটি বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে ওই পাহাড়ের মাটি বিক্রি করায় নিচে একটি গর্ত হয়। আর সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টিতে আচমকা দেয়াল ধ্বসে গেলে আরেফা দেয়ালের নিচে চাওয়া পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককে তাকে মৃত ঘোষণা করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি