ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পোলিও টিকা খেয়ে বাড়ি ফেরা হলো না শিশু লামিমের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ১৮ জুন ২০২৩

চুয়াডাঙ্গায় পোলিও টিকা খেয়ে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় চার বছর বয়সি লামিম হোসেনের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মাঝের পাড়ায় ঘটে এ ঘটনা। নিহত লামিম হোসেন একই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

নিহত লামিমের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিল লামিম। এ সময় দ্রুত গতির বালি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরজাহান খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি