পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত
প্রকাশিত : ১৩:৪৬, ১৮ জুন ২০২৩
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/pabna-2306180746.jpg)
পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে মনা নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনা ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের তাইজুর রহমান তুহিনের ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনার লক্ষ্মীকুন্ডা এমপি মোড়ে ইকবুলের দোকানে বসা অবস্থায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মনাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের।
এএইচ
আরও পড়ুন