ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পাওনা টাকা না পেয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০২, ১৮ জুন ২০২৩

যশোরের ঝিকরগাছা উপজেলায় পাওনা টাকা না পেয়ে আল-আমিন হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জুন) উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিওরদাহ গ্রামে আলামিন ঘর জামাই থাকতেন। তিনি একই গ্রামের ইমরান হোসেন নামে এক যুবকের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা ধার নেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আলামিন তার শ্বশুরবাড়ির একটি নির্মাণাধীন বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদে আসেন।

এ সময় পাওনা টাকা নিয়ে ইমরানের সঙ্গে আলা-আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল-আমিনকে পিটিয়ে জখম করেন। এ সময় আল-আমিন আহত অবস্থায় ওই ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, হত্যাকারী ইমরানকে আটক করা হয়েছে। তার বিররুদ্ধ মামলার প্রস্তুুতি চলছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি