ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালুকায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টায় আহত নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ১৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় আহত নারী মারা গেছেন। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আজ রোববার তার মৃত্যু হয়। শুক্রবার রাতে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টসকর্মী বাসে ভালুকায় ফিরছিলেন।

পথে ভালুকা সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর একা পেয়ে বাসের চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা চালায়। সে রাজী না হওয়ায় তাকে মারধর করে বাস থেকে ফেলে দেয় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ভোরে তার মৃত্যু হয়।

বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি